সাতক্ষীরার শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ নারী অনুপ্রবেশকারী আটক

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকির অভিযোগে ভারত থেকে আসা তিন নারীসহ মালামাল আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম উল হকের নেতৃত্বে যৌথ বাহিনী শ্যামনগর থানার শৈলখালী এলাকায় অভিযান পরিচালনা করে তিন নারীকে আটক করেন। তাঁরা কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তাঁদের কাছে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে অবৈধ ভারতীয় কাপড় ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন শাহনাজ বেগম (৩৯), রোজিনা খান (২৬) এবং মোছাঃ জুলি (২৮)। জিজ্ঞাসাবাদে শাহনাজ বেগম জানায় যে, তিনি ভারতের গুজরাটে বসবাস করেন, এবং রোজিনা ও জুলি বেঙ্গালুরুর বাসিন্দা। কিন্তু তাঁরা কোনো বৈধতার কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন করিব মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত তিন নারীসহ তাদের মালামাল সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।
১৩৬ বার পড়া হয়েছে