সর্বশেষ

আন্তর্জাতিক

আত্মসমর্পণ করলে ইউক্রেনের সেনারা প্রাণভিক্ষা পাবেন: পুতিন 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা যদি আত্মসমর্পণ করে, তাহলে তাদের প্রাণের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার তিনি এই কথা বলেছেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, কুরস্কে ঘেরাও হয়ে পড়া ইউক্রেনীয় সেনারা এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় রয়েছে। তিনি পুতিনের কাছে আবেদন জানিয়ে বলেন, এসব সেনাকে প্রাণভিক্ষা দেওয়া হোক, অন্যথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে যেতে পারে। তবে ইউক্রেন রাশিয়ার এই ঘেরাও হওয়ার খবরকে একটি গুজব বলে উড়িয়ে দিয়েছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, কুরস্কে অবস্থানরত ইউক্রেনীয় সেনারা এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে।

শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, ট্রাম্পের আহ্বান তিনি লক্ষ্য করেছেন এবং তা বিবেচনা করবেন। তিনি বলেন, কুরস্কে ইউক্রেনীয় সেনারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে নৃশংসতা চালিয়েছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ডের পর্যায়ে পড়ে। কিন্তু মানবিক দিক বিবেচনায় তিনি ট্রাম্পের আহ্বানটি অবশ্যই মনে রাখবেন।

পুতিন আরও বলেন, যদি ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করে এবং অস্ত্র ত্যাগ করে, তাহলে তাদের জীবন রক্ষার নিশ্চয়তা দেওয়া হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের সঙ্গে যথাযথ আচরণ করা হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি এক পোস্টে জানান, মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর, শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে এবং রাশিয়া এ বিষয়ে আশাবাদী। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, "এই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি ঘটানোর খুব ভালো সম্ভাবনা রয়েছে।"

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন