সর্বশেষ

সারাদেশ

রাজশাহী স্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ, হতাহত নেই

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী রেলস্টেশনে ধুমকেতু এবং বাংলাবান্ধা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহত হয়নি।

শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে এই দুর্ঘটনার পর একটি ট্রেন লাইনের চলাচল বন্ধ হয়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মামনুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুরে ও ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হওয়ার সময় অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময়ে বাংলাবান্ধা ট্রেনের সঙ্গে ধুমকেতু ট্রেনটির ধাক্কা লাগে, ফলে ধাক্কায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বর্তমানে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ডাকা হয়েছে, এবং বগিটি উদ্ধার করতে ৪০ মিনিটের মতো সময় লাগবে।

রাজশাহী রেলের স্টেশন ম্যনেজার শহিদুল আলম জানিয়েছেন, দুইটি ট্রেনই খালি ছিল এবং এতে কোনো যাত্রী ছিল না, তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে রিলিফ ট্রেন না আসা পর্যন্ত বিকেল ৪টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের চলাচলে কিছুটা বিলম্ব হতে পারে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন