দোল পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দোল পূর্ণিমা উপলক্ষে ভারতের সরকারি ছুটির কারণে আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে, বেনাপোল চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে চলমান রয়েছে।
আগামীকাল রোববার সকাল থেকে আবার আগের মতো দু'দেশের মধ্যে আমদানি ও রফতানি চালু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানিয়েছেন, ভারতীয় পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটি পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে, দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ শনিবার আমদানি ও রফতানির সাথে সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে আবার পূর্বের মতো বাণিজ্য শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানিয়েছেন, দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে শনিবার দুপুরে আমদানি ও রফতানির কার্যক্রম বন্ধ রয়েছে। তদুপরি, বন্দরে পণ্য খালাস এবং ভারতীয় খালি ট্রাকের ফিরতি যাত্রার জন্য সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে।
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, আমদানি ও রফতানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের চলাচল অব্যাহত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে