২৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তান থেকে ২৬,২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছিয়েছে। জাহাজের আসা চালের নমুনা পরীক্ষা শেষে সেই চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ৩১ জানুয়ারি সম্পাদিত সরকার-থেকে-সরকার (জি টু জি) চুক্তির আওতায় পাকিস্তান থেকে এমভি মরিয়ম জাহাজটি চাল নিয়ে চট্টগ্রামে এসেছে।
এর আগে, ৫ মার্চ পাকিস্তান থেকে আরেকটি জাহাজ, এমভি সিবি, চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এটি পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ ছিল।
খাদ্য অধিদপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে মোট ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হচ্ছে, যার প্রথম চালানটি এমভি সিবির মাধ্যমে এসেছে। আরও চাল শিগগিরই বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
শিপিং ব্যবসায়ীদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশটির সঙ্গে প্রথম সরাসরি কনটেইনারবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের আগমনকে একটি ইতিবাচক উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে।
১১৩ বার পড়া হয়েছে