সর্বশেষ

রাজনীতি

ধর্ষণ প্রতিরোধে জামায়াতে ইসলামীর মহিলা শাখার মানববন্ধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধর্ষণ নামক সামাজিক ব্যাধি প্রতিরোধে এবং মাগুরার শিশুকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা শনিবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে।

এ সময় তারা পাঁচ দফা দাবিও তুলে ধরেন।


মানববন্ধনে উপস্থিত নারীরা ‘বেঁচে থাকার ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই’, ‘ধর্ষণ মামলার নিষ্পত্তি ৯০ দিনের মধ্যে করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বাতিল করতে হবে’ এবং ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি দিতে হবে’ স্লোগান দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নূরুন্নিসা সিদ্দিকা মানববন্ধনে বলেন, মাগুরার শিশুর হত্যা মামলার রায় এক সপ্তাহের মধ্যে প্রদান করতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি বলেন, "ধর্ষকরা দীর্ঘদিন ধরে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, এজন্য সমাজ থেকে এই ব্যাধি দূর করা সম্ভব হয়নি।"

তিনি আরও উল্লেখ করেন, অধ্যবধি সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার নিষ্পত্তির ও জামিন বিধান বাতিলের ঘোষণা দিয়েছে, যা বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নীও বক্তব্য রাখেন। তিনি বলেন, "অতীতের স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় ধর্ষণের ঘটনা বেড়ে গেছে, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ধর্ষকদের বিচারের ক্ষেত্রে কার্যত উদাসীন।"

অন্যদিকে নাজমুন্নাহার নীল বক্তব্যে বলেন, "সমাজে নৈতিকতার অভাব রয়েছে এবং শিক্ষার মান নীচে নেমে গেছে, যা এই পরিস্থিতির কারণ।" তিনি গবেষণার উল্লেখ করে বলেন, "গত ১০ বছরে এতগুলো শিশু ধর্ষণের মামলা দায়ের হলেও একটিও নিষ্পত্তি হয়নি।"

মানববন্ধনে উল্লেখিত দাবিগুলো হলো:

১. মাগুরার হত্যাকারীদের বিচার এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে এবং শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।
২. সকল ধর্ষকদের ফাঁসি দিতে হবে।
৩. হত্যা ও ধর্ষণের মামলার বিচার দ্রুততার সঙ্গে এক মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৪. ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু করে সামাজিক মূল্যবোধে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
৫. দেশে কোরআনের আইন বাস্তবায়ন হলে ধর্ষণ ও হত্যার ঘটনা কমবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রুম্মান ও মার্জিয়া, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য রোজিনা আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন