সর্বশেষ

রাজনীতি

গণস্বাক্ষর সংগ্রহ ও লিফলেট বিতরণসহ ইনকিলাব মঞ্চের মাসব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চ আগামী এক মাস ধরে দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর সংগ্রহ এবং লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা করেছে।

একই সঙ্গে তারা আগামী ২৫ এপ্রিল শহীদি সমাবেশেরও আয়োজন করেছে, এমন কথা জানিয়েছেন সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদি।


শনিবার (১৫ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তিনি। এর আগে, ধর্ষণবিরোধী গণমিছিলের আয়োজন করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং তাতে বাধ্য হয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে এ কর্মসূচির ঘোষণা দেন।

শরিফ ওসমান হাদি বলেন, “আমরা পূর্বের ৫ দফা দাবি থেকে সরে এসে দুটি নতুন দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো, জুলাই, পিলখানা এবং শাপলা চত্তরের বিচার দ্রুত শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

হাদি আরও জানান যে, তারা আগামী এক মাস ধরে প্রতিদিন লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর সংগ্রহ করবেন। ২৫ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যার বিচার দাবি নিয়ে শহীদি সমাবেশ কর্মসূচি রয়েছে।

এর আগে ‘হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ’ শীর্ষক গণমিছিলের ডাক দেন বিভিন্ন বাম সংগঠন। যখন আন্দোলনকারীরা রাস্তায় নামার চেষ্টা করে, তখন ইনকিলাব মঞ্চের নেতারা ঘোষনা করেন যে শহীদ মিনার অভিমুখে যাওয়ার পর প্রত্যেককে গ্রেফতার করা হবে।

১২টার দিকে শহীদ মিনারে সমাবেশ শুরু হলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে রওনা হন, কিন্তু পুলিশ তাদের পথে বাঁধা দেয়। বাধার কারণে তারা ফিরে এসে শাহবাগে সমাবেশ করেন।

অন্যদিকে, পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করে বাম আন্দোলনকারীরা শহীদ মিনারে সমাবেশ করে। গণমিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে টিএসসিতে শেষ হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তারা শহীদ মিনারেই শেষ করে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন