তারল্য সংকট: টাকা ছাপিয়ে দুটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের সহায়তা

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট মোকাবিলায় দুটি ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দিচ্ছে, যা কোনো জামানত ছাড়াই সরাসরি দেওয়া হবে।
এই দুটি ব্যাংক হলো সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক জানিয়েছেন, সোশ্যাল ইসলামী ব্যাংককে ১ হাজার ৫০০ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ১ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, "এটি হাই-পাওয়ার্ড মানি, অর্থাৎ টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হচ্ছে।"
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকেই ব্যাংক খাতে সংস্কারের কাজ শুরু হয়। নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর এস আলম গ্রুপের অধীনে পরিচালিত সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফলস্বরূপ ইসলামী ব্যাংকগুলোর মধ্যে তীব্র তারল্য সংকট সৃষ্টি হয়। আমানতকারীরা গুজবের ভয়ে বড় অঙ্কের টাকা তুলে নেওয়ায় সংকট আরও বেড়ে যায়।
প্রথমে আন্তঃব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা দেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ফলে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক ছয়টি ব্যাংককে মোট ২২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করে। এখন পর্যন্ত এসআইবিএলকে ৫ হাজার ৫০০ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, ন্যাশনাল ব্যাংককে ৫ হাজার কোটি, ইউনিয়ন ব্যাংককে ২ হাজার কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংককে ২ শত কোটি, আইসিবি ইসলামী ব্যাংককে ১০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংককে ২ হাজার কোটি, এক্সিম ব্যাংককে ৮ হাজার ৫০০ কোটি এবং এবি ব্যাংককে ২ শত কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ ব্যাংক একদিকে টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে, অন্যদিকে ‘বাংলাদেশ ব্যাংক বিল’-এর মাধ্যমে কিছু অর্থ ফেরত নিচ্ছে। তবে, ব্যাংক খাতে এই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
১০৮ বার পড়া হয়েছে