সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৭:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের শিবচর থানায় নার্সকে ধর্ষণের অভিযোগে এক ক্লিনিক মালিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আপেল মাহমুদ (৪০), তিনি শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক।

শিবচর থানার সূত্রে জানা যায়, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত এক নার্স দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন। কিছু দিন আগে, ওই নার্সের পরিবারের পক্ষ থেকে হাসপাতালের মালিকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তে পুলিশের এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করেন।

শিবচর থানার ওসি রতন শেখ জানান, আপেল মাহমুদ এর আগে শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলায়ও জড়িত ছিলেন। এই ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন