সর্বশেষ

জাতীয়

ধর্ষককে গ্রেফতা‌রে সহাকারীর জন্য বিএন‌পির সা‌বেক এম‌পির পুরস্কার ঘোষণা!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল জেলার মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারে যে সহায়তা করবে বিএনপির পক্ষ থেকে তাকে পুরস্কৃত হবে বলে ঘোষণা দিয়েছেন , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ।

নেতাকর্মীদের প্রমাণ করতে হবে বিএনপি সবসময় অসহায়-নির্যাতিতদের পাশে আছে। বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতা শিশুর পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিফকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন প্রমুখ।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, একটি কুচক্রি মহল বিএনপি নেতাকর্মীদের সম্মানহানী করতে এই ঘটনার সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের জড়িয়ে অপপ্রচার করছে। ভুক্তভোগী পরিবারের পাশে থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রমাণ করে দিয়েছে তারা এই অন্যায়ের বিরোধী।

এর আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে যান। সেখানে তিনি শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে প্রশাসনকে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরাও এ ব্যাপারে সজাগ। ধর্ষক ফিরোজ মিয়া যতই প্রতাপশালী হোক তাকে আইনের আওতায় আনা হবেই।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন