সর্বশেষ

জাতীয়

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু সকালে, বিক্রি শেষ ৯ মিনিটেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে।

প্রথমে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়। তবে, টিকিট বিক্রির শুরুতেই উত্তরাঞ্চলের ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যায়।

শুক্রবার সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপে প্রবেশ করলে দেখা যায়, উত্তরাঞ্চলের নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট ৯ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। একই অবস্থা দেখা যায় ঢাকা-রাজশাহী এবং ঢাকা-খুলনা রুটের ট্রেনের টিকিটের ক্ষেত্রেও।

আজ ১৪ মার্চের বিক্রি করা হচ্ছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ, আজ যারা টিকিট কিনবেন, তারা ২৪ মার্চে ঈদ যাত্রা করতে পারবেন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, 'আজ ১৪ মার্চ, ঢাকার পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে প্রায় ৩৩,২৫৭টি টিকিট বিক্রি করা হবে।' তিনি আরও জানান, 'সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, যেখানে প্রায় ১৫,৭৭৩টি টিকিট বিক্রি হবে। মাত্র ৮-৯ মিনিটের মধ্যে প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় সবাই টিকিট পাচ্ছে না।'

আজ শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ বিক্রি হবে ২৬ মার্চের টিকিট, ১৭ মার্চ বিক্রি হবে ২৭ মার্চের টিকিট, ১৮ মার্চ বিক্রি হবে ২৮ মার্চের টিকিট, ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট এবং ২০ মার্চ বিক্রি হবে ৩০ মার্চের টিকিট।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন