ঈদ যাত্রায় রাস্তা অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ইন্সপেক্টর জেনারেল পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, "কেউ রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করবেন না।
ঈদের আগমন ঘনিয়ে এসেছে; সড়ক অবরোধের মাধ্যমে জনগণের ঈদযাত্রায় অস্বস্তি সৃষ্টি করা অগ্রহণযোগ্য।" তিনি এ বিষয়টি নিয়ে সতর্ক করে বলেন, "যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।"
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জনগণের উদ্দেশ্যে আইজিপি বলেন, "আপনারা পুলিশের কাজের পরিবেশ তৈরি করতে সহায়তা করুন এবং পুলিশকে প্রতিপক্ষ হিসেবে না দেখে আমাদেরকে দেশের সেবায় সুযোগ দিন।" তিনি সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারঘোষিত ২০ রমজানের মধ্যে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের প্রাপ্য আংশিক বেতন দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমরা আপনাদের ন্যায্য দাবির আদায়ের জন্য সব পক্ষের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি।"
তিনি গুজবে কান না প্রদান ও কর্মস্থলে ভাঙচুরের বিরুদ্ধে সতর্ক করেন। আইজিপি বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমি তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য গর্ব অনুভব করি।" তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতের জন্য সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিজিএমইএ প্রশাসক, অ্যাডিশনাল আইজিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের উদ্যোগে এই বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি মো. ছিবগাত উল্লাহ। সভায় আরও বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক এবং ডিআইজি মহাপরিচালক আশরাফুজ্জামান। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরাও উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে