সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের সাধারণ শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং ধর্ষকদের জন্য মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত করেছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরের দিকে জেলা প্রশাসকের অফিসের সামনে তারা একত্রিত হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা “উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস”, “হ্যাংক দ্য র‌্যাপিস্ট”, “আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই” এবং “তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া” ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে সমাজসেবক মোঃ ইসমাইল বলেন, আমাদের মা-বোনদের সম্মানের উপর যারা হামলা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি বলেন, “সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে”। মানবাধিকার কর্মী ও সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী লিলি মর্মস্পর্শী মন্তব্য করেন, বর্তমানে কেউ ধর্ষকের বিরুদ্ধে মুখ খুলছে না। যদি মা-বাবা ধর্ষকের বিরুদ্ধে আওয়াজ তুলতেন, তবে এরকম ঘটনা ঘটত না।

তিনি আরও বলেন, “বাংলাদেশে কোন ধর্ষককে রেহাই দেওয়া হবে না।” একজন মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে একটি সন্তানের জন্ম দেন। ধর্ষক হওয়ার জন্য সন্তান নয়। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নিজ নিজ অবস্থান থেকে জেগে ওঠো। সবাইকে একসঙ্গে জেগে উঠতে হবে।”

মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা অভিযোগ করেন যে ধর্ষকের শাস্তি হওয়া উচিত ফাঁসি। যদি প্রশাসনের কোন সহানুভূতি থাকে, তাহলে তারা আমাদের কাছ থেকে দড়ি নিতে পারে। অন্য বক্তারা বলেন, আমরা ধর্ষণের পর শাস্তির দাবী জানাচ্ছি, কিন্তু ধর্ষণের আগে কী করতে হবে সে বিষয়ে কিছু বলছি না। তারা দাবি করেন, নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে দেশের পরিস্থিতি এতই ভীতিকর যে, দিনে দিনেও নারীরা নিরাপদ নয়।

সর্বশেষ, মানববন্ধনের শেষে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ আসিফ ইকবাল এবং মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী লিলি উল্লেখযোগ্য।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন