সর্বশেষ

জাতীয়

'আমার মণিকে বেলেট দিয়ে ক্যামবা কাটিছে রে, তাদের ফাঁসি চাই'

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় যৌন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা শিশুর মায়ের বক্তব্য, “আমার মণিকে বেলেট দিয়ে ক্যামবা কাটিছে রে। আমার মণির পুরো গলায় ঘা হইয়্যা গেছে রে। তাদের ফাঁসি চাই।”

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সামনে সংবাদমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।

কান্নার মধ্য দিয়ে বলেছেন, "সিএমএইচ থেকে মরদেহ গ্রামের বাড়ি মাগুরায় নিয়ে যাব। সেখানে আমার মেয়েকে দাফন করব। আর যারা আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।"

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

আইএসপিআর জানিয়েছে, সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির বৃহস্পতিবার সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, দুইবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন