সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি তার নিজ জেলা সাতক্ষীরায় ফিরে পেয়েছেন এক উষ্ণ গণসংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা।

ফুটবল খেলার মাঠে দেশের জন্য তার অভূতপূর্ব সাফল্যে আনন্দিত হয়ে তাকে বরণ করে নিয়েছে সাতক্ষীরার ক্রীড়া সংগঠন, শুভানুধ্যায়ী এবং স্থানীয় অধিবাসীরা।

বুধবার (১২ মার্চ) দুপুর ২টায় সাতক্ষীরায় পৌঁছালে শহরের তুফান কোম্পানির মোড়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন, মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, সাবেক কার্যনিবাহী সদস্য শিমুন সামস, এরিয়ান্স ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, ফুটবলার রেজাউল ইসলাম খোকন, শেখ রবিউল ইসলাম সুমনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়া প্রেমীরা।

আধিকারিকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর, অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি তার বাসস্থান সাতক্ষীরা শহরের সুলতানপুরে পৌঁছালে পাড়া-প্রতিবেশীরা তাকে অভূতপূর্ব ভালবাসায় সিক্ত করেন। তার এই সাফল্যে এলাকাবাসী আনন্দ প্রকাশ করে এবং এটি বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা গ্রহণের পর আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “নিজ জেলা ও আপনজনদের কাছ থেকে এ ধরনের ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত অভিভূত। সাতক্ষীরা আমার প্রাথমিক ভিত্তি, এখান থেকেই আমার ফুটবল যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে আরও ভাল খেলতে চাচ্ছি যেন দেশের সম্মান বৃদ্ধি করতে পারি।”

সাতক্ষীরার ক্রীড়া সংগঠকরা আশা প্রকাশ করছেন, প্রান্তির মতো আরও অনেক মেয়ে এই জেলার ক্রীড়াঙ্গন থেকে উঠে আসবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন