চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস চাপায় স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌর সদরে এক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থীদের মধ্যে ভাই এবং বোন রয়েছেন। তারা দোহাজারীর জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়, চট্টগ্রামমুখী একটি পূববী বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলে একজন শিক্ষার্থী এবং রিকশাচালক মারা যান, আর অপর এক শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত শিক্ষার্থীরা হলেন, পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২) এবং ৯ম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা সকালবেলা কোচিংয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
মৃত্যুবরণকারী রিকশাচালক রুহুল আমিন (৪৫) হিসেবে চিহ্নিত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, ঘটনার পর ওই বাসটি জব্দ করা হয়েছে, কিন্তু চালক ও হেলপার বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়ক অবরোধ করে। তাদের দাবি, সড়কে গতিরোধক না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং অনেক পরিবার বিনা কারণে কষ্ট পাচ্ছে। তারা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর যৌথবাহিনীর মধ্যস্থতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
১১২ বার পড়া হয়েছে