সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া থানার গোপীনাথপুর এলাকায় একটি ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী একটি শিশু এ ঘটনার শিকার হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মোঃ ইব্রাহিম গাজী (২১)। তিনি মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা কিছু বছর আগে মারা যান এবং তার মা বর্তমানে অন্যত্র বিয়ে করে সেখানেই বসবাস করছেন। ফলে শিশুটি তার নানার বাড়িতে গোপীনাথপুরে থাকে।
বুধবার সকালে, ইব্রাহিম কৌশলে শিশুটিকে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা বিষয়টি জানার পর ইব্রাহিমকে আটক করে কলারোয়া থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ভিকটিমকে আদালতের মাধ্যমে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
১১২ বার পড়া হয়েছে