৩টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি তিনটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করেছে। এ ব্যাংকগুলো হলো– এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংক।
১২ মার্চ, বুধবার, বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নেয় এবং এর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, "মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঘোষণা দেওয়া হবে।"
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি এই তিন ব্যাংকের পরিচালনা পর্ষদে অনিয়ম ও ব্যবস্থাপনা সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বিশেষ পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ব্যাংক এমন পদক্ষেপের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত করতে চায়। উল্লেখ্য, সরকারের পতনের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে।
১১০ বার পড়া হয়েছে