সর্বশেষ

ধর্ম

বাংলাদেশিদের ওমরাহ্‌ ভিসা কমালো সৌদি আরব

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরব বাংলাদেশিদের জন্য ওমরাহ্‌ ভিসা কোটা কমিয়ে দিয়েছে।

এই মাস থেকেই নতুন কোটা পদ্ধতি চালু করেছে দেশটি, যার ফলে ঢাকা সৌদি আরব দূতাবাস বর্তমানে ভিসাপ্রত্যাশীদের মধ্যে মাত্র ১০ শতাংশ বাংলাদেশিকে ওমরাহ্‌ ভিসা দিচ্ছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং আল নাফি ট্রাভেলসের মালিক মো. নাজিম উদ্দিন। তিনি গণমাধ্যমে জানান, "ওমরাহ্‌ ভিসার ক্ষেত্রে এখন কোটা পদ্ধতি চালু হয়েছে। আগে ১০০টি আবেদন করলে ১০০টি ভিসা পাওয়া যেত, কিন্তু বর্তমানে ৮ থেকে ১০ শতাংশ ভিসা পাওয়া যাচ্ছে। ৫ মার্চ থেকে এই সমস্যা শুরু হয়েছে এবং এর কোনো স্পষ্ট কারণ এখনও জানা যায়নি।"

এদিকে, আগামী বছর হজে যাওয়ার জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের নিচে কোন শিশু হজে যেতে পারবেন না। সৌদি আরবের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক এক বিজ্ঞপ্তিতে জানান, "সৌদি আরবের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয় শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে ২০২৫ সালে হজে যাওয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে।" তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত যাত্রী, এজেন্সি এবং ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলতে হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন