সর্বশেষ

আইন-আদালত

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পেয়েছেন।

আজ বুধবার, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদনের বিষয়টি নিয়ে শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করেছেন।

এই মামলায় শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী হামিদুল মিসবাহ, সহযোগিতায় ছিলেন আইনজীবী আনিসুল হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব এবং জিসান হায়দার।

রায় ঘোষণার পর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব প্রথম আলোকে জানান, আদালত পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত শমী কায়সারকে জামিন দিয়েছেন।

এর আগে, শমী কায়সার নিম্ন আদালতে জামিন পায়নি এবং এরপর তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন। গত বছরের ১০ ডিসেম্বর শুনানির পর হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে। এর পর রাষ্ট্রপক্ষ আদালতের এই আদেশ স্থগিত করার জন্য আপিল বিভাগে আবেদন করে। ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে এবং মামলাটি নিয়মিত বেঞ্চের শুনানির জন্য প্রেরণ করে। পরে আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ বজায় রেখে হাইকোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করে। এরপর রুলের শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

গত ২৯ অক্টোবর ছাত্র–জনতার আন্দোলনের সময় এক ব্যক্তির আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শমী কায়সারের বিরুদ্ধে উল্লিখিত হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। পরে ৬ নভেম্বর উত্তরা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন