মাগুরার সেই শিশুর অবস্থার অবনতি, সবার কাছে দোয়া চাইল প্রেস উইং

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক যে, শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে আজ। গ্লাসগো কোমা স্কেলে (জিসিএস) তার মান ৪ থেকে ৩-এ দাঁড়িয়ে গেছে। সিএমএইচ-এর চিকিৎসকেরা প্রাণপন চেষ্টা করছেন। আমরা সকলে মিলে তার জন্য প্রার্থনা করছি, যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে।"
এখন শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছে। আট বছরের এই শিশুটি তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা। এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।
৬ মার্চ, বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে আসেন। একই দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং শনিবার সন্ধ্যায় তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
১০৫ বার পড়া হয়েছে