সর্বশেষ

আইন-আদালত

থাকছে না ‘রিসিভার’, বেক্সিমকো গ্রুপ চলবে নিজস্ব ব্যবস্থাপনায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হাইকোর্ট হাজার হাজার শ্রমিক ও কর্মীর স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট বিভাগের তদারকি প্রতিষ্ঠানের মাধ্যমে বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজকে নিজের ব্যবস্থাপনায় পরিচালনার অনুমতি দিয়েছে।

এ ছাড়া, বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ এবং সম্পত্তি সংযুক্ত করার বিষয়ে যে অন্তর্বর্তীকালীন আদেশ ছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে।

একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার এ রায় ঘোষণা করেছেন। আদালত বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রতিবেদন উল্লেখ করে বলেছে, এতে প্রতিভাত হয়েছে যে, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের ঋণ আদায়ে তাঁদের দায়িত্ব পালনে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে, যার পরিণতি সাধারণ মানুষের ওপর পড়বে।

আদালতের রায়ে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যাংকগুলো বেক্সিমকো গ্রুপের ঋণ অনুমোদন করতে গিয়ে ব্যাংকিং বিধিবিধান লঙ্ঘন করেছে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ ব্যাংককে দেওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান এবং আইনজীবী ফাতেমা এস চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী মুনীরুজ্জামান, এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও আনিসুল হাসান।

রায় ঘোষণার পর, বাংলাদেশ ব্যাংকের আইনজীবী মুনীরুজ্জামান প্রথম আলোকে জানান, বেক্সিমকো গ্রুপের ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টি পাবলিক/প্রাইভেট কোম্পানি, এবং বাংলাদেশের আদালতের আদেশ অনুযায়ী রিসিভার নিয়োগ দেয়া হয়েছিল। তবে বর্তমানে রিসিভারের প্রয়োজন নেই, এবং বেক্সিমকো নিজেদের কোম্পানি পরিচালনা করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থার তদারকি থাকবে এবং বেক্সিমকো গ্রুপকে আইন অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।

গত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সংশ্লিষ্ট কোম্পানির অন্যান্য ব্যবসার বিষয়ে ঋণ মওকুফ ও বিভিন্ন তথ্য সরবরাহের বিষয়ে রিটটি গত বছরের সেপ্টেম্বরে দায়ের করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে, ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেক্সিমকো গ্রুপের সম্পত্তি সংযুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে, রিসিভার নিয়োগের আদেশ স্থগিত করে আপিল বিভাগ। আচারের পর গত ২৭ ফেব্রুয়ারিতে রুলের ওপর শুনানি শেষ হয় এবং আজ আদালত রায়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করেছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন