সর্বশেষ

সারাদেশ

নওগাঁর রাণীনগরে অবৈধ দুইটি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা জেলা প্রশাসনের উদ্যোগে এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও আব্দুল্লাহ বিন জিয়া, যারা মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করেন।

এর আগে, উপজেলা বাসস্ট্যান্ডের কাছে চকমনু এলাকায় অবস্থিত সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ নামক ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। এরপর, চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস নামক আরেকটি ইটভাটা ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রাণীনগর উপজেলার চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয়ের কারণে মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং মেসার্স রিফাত ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, এস্কেভেটর ব্যবহার করে উভয় ইটভাটার চুল ভেঙে ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়।

এই অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, এবং আনসার বাহিনীর সদস্যরা সহায়তার জন্য উপস্থিত ছিলেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন