বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত ১

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে একটি সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন নামে একজন বিজিবি সদস্য মারা গেছেন।
দুর্ঘটনায় আরও একজন বিজিবি সদস্য আহত হয়েছেন এবং তিনি বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাটি মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটে। খুলনা ২১ বিজিবির অধীনে পুটখালী বিওপির দায়িত্বরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন এবং সিপাহী মোঃ মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটক করতে মোটরসাইকেলে বারোপোতা বাজারে যাচ্ছিলেন। মসজিদ বাড়ির পোস্ট থেকে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।
দুর্ঘটনার পর বিজিবি সদস্যরা মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার সিপাহী মোঃ মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন, এবং অপর বিজিবি সদস্য হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হয়।
১৩৫ বার পড়া হয়েছে