সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি বিষয়ে সম্মত হয়েছে ইউক্রেন। মঙ্গলবার, সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভ এই প্রস্তাবে সম্মতির কথা জানায়।

ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান করতে সম্মত হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার শুরু হিসেবে কাজ করবে।

এ বৈঠকে অংশগ্রহণ করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা, এবং প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক। তবে রাশিয়ার কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “এখন বল রাশিয়ানদের কোর্টে।” তিনি আশা করেন, রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবে। তবে যদি তারা এতে না রাজি হয়, তবে শান্তি প্রতিষ্ঠায় বাধা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মার্কো রুবিও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যেসব আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, তার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব হল পুরোপুরি গোলাগুলি বন্ধ করা।

প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তিনি আশা করেন, প্রেসিডেন্ট পুতিনও এই প্রস্তাবে সম্মত হবেন। তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট যখন শেষবার হোয়াইট হাউসে এসেছিলেন, সে সময় পরিস্থিতি বর্তমানের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ছিল।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের যুদ্ধবিরতি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ এবং ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, "এটি ইউক্রেনের শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন আমাদের সকলকে শান্তির জন্য দ্রুততম সময়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করতে হবে।"

রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "রাশিয়াকে এখন যুদ্ধ বন্ধ করতে হবে।"

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন