আশ্রয় দেয়া নবদম্পতির হাতেই খুন হাবীবুল্লাহর সাবেক উপাধ্যক্ষ

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর উত্তরখান এলাকায় হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার হত্যার ঘটনায় তাঁর বাসা থেকে পালিয়ে যাওয়া নবদম্পতিকে আটক করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তরুণ এই দম্পতি রোজা শুরুর একদিন আগে সাইফুর রহমানের (৪৯) বাসায় উঠেছিলেন। নতুন বিয়ে করে নীলফামারী থেকে ট্রেনে ঢাকায় এসে তাঁদের টাকা হারিয়ে যায়। এই অবস্থায়, সাইফুর রহমান তাদের আশ্রয় দেন এবং তরুণীকে বাসায় কাজ করার এবং তরুণকে তাঁর গাড়ি চালানোর শর্তে বাসায় নেয়। কিন্তু মাত্র ১০ দিনের মধ্যে গতকাল সোমবার গভীর রাতে সাইফুর রহমান খুন হন।
স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বললে জানা যায়, সোমবার ভোররাতে সাইফুর রহমান বাসার টয়লেটের জানালা থেকে “বাঁচাও” বলে চিৎকার করতে থাকেন। সাহ্রি শেষ করে কয়েকজন প্রতিবেশী মসজিদে যাওয়ার পথে চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মো. নাঈম রহমান নামের এক প্রতিবেশী জানান, তিনি সাহ্রি খেয়ে তখনো ঘুমাচ্ছিলেন। হঠাৎ পাশের বাসা থেকে চিৎকার শুনে কিছু প্রতিবেশী এগিয়ে যান এবং সাইফুর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আজ ওই বাসায় গিয়ে দেখা যায়, টয়লেটের জানালার বাইরের দেয়ালে রক্তের দাগ ছড়িয়ে রয়েছে।
সাইফুর রহমানের হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই মোহাম্মদ লুৎফর রহমান ভূঁইয়া বাদী হয়ে উত্তরখান থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, সাইফুর রহমান তাঁর স্ত্রীর একটি প্লটের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
তদন্তে জানা গেছে, ওই নবদম্পতি সম্প্রতি পালিয়ে বিয়ে করেন। তারা ট্রেনে করে ঢাকায় এসে সাইফুর রহমানের কাছে সাহায্য চান, কারণ তাদের টাকা হারিয়ে গেছে এবং ঢাকায় থাকার কোনো জায়গা নেই। এই অবস্থায় সাইফুর রহমান তাদের আশ্রয় দেন। তবে সোমবার রাতে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে, তরুণীকে নিয়ে সাইফুর রহমানের সঙ্গে তর্ক-বিতর্কের পর ছেলেটি বাসার ছুরি দিয়ে সাইফুর রহমানকে কুপিয়ে হত্যা করেন। পরে তাঁরা ফ্ল্যাটের দরজা তালা দিয়ে পালিয়ে যান।
পুলিশের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন, নবদম্পতিকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনও পরিষ্কার নয়, তবে তদন্ত চলছে।
১২৮ বার পড়া হয়েছে