সর্বশেষ

জাতীয়

মহাখালীর সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকা মহাখালীতে একটি সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আজ বুধবার ভোরে এই ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ ভোর ৩টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম ইউনিট ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এর পরপরই আরো ইউনিট ঘটনাস্থলে আসতে থাকে। মাত্র ২০ মিনিটের মধ্যে পাঁচটি ইউনিট সেখানে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট যোগ হয়।

ফায়ার সার্ভিসের খুদে বার্তায় ভোর সোয়া ৫টায় জানানো হয়, মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

পরে, ভোর ৫টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিস জানায়, ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই অভিযানে মোট আটটি ইউনিট কাজ করেছে। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন