জাতীয়
নারী নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বিকেল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স একটি হটলাইন নম্বর চালু করেছে। উদ্বোধনের পরের রাতে একযোগে ওই হটলাইনে শতাধিক নারী অভিযোগ করেছেন।
পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ রেকর্ড এক রাতে

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারী নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বিকেল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স একটি হটলাইন নম্বর চালু করেছে। উদ্বোধনের পরের রাতে একযোগে ওই হটলাইনে শতাধিক নারী অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে হট নম্বরে মোট ১০৩টি অভিযোগ রেকর্ড করা হয়েছে। তবে এর মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক ছিল, যেমন ফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারদের নাম ও মোবাইল নম্বর সম্পর্কে তথ্য চাওয়া ইত্যাদি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী থানা অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেসব অভিযোগের ওপর তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি পুলিশ, সেই ক্ষেত্রে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।
অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য পুলিশের পক্ষ থেকে হটলাইন নম্বরগুলো (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) ব্যবহারের ক্ষেত্রে জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর