আন্তর্জাতিক
পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহীদের একটি সশস্ত্র হামলায় কয়েকশ' যাত্রী নিয়ে আসা একটি ট্রেন হাইজ্যাক হয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র হামলায় কয়েকশ' যাত্রীসহ ট্রেন হাইজ্যাক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহীদের একটি সশস্ত্র হামলায় কয়েকশ' যাত্রী নিয়ে আসা একটি ট্রেন হাইজ্যাক হয়েছে।
বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, তারা কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনটির উপর হামলা চালিয়েছে এবং বর্তমানে ট্রেনটির নিয়ন্ত্রণ তারা হাতে নিয়েছে।
পাকিস্তানি পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, এ হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন ট্রেনের চালকও রয়েছেন। পুলিশ আরো জানায়, ঘটনার পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর