আহত হাতে চিকিৎসা নিতে হনুমান নিজেই এসেছে ফার্মেসিতে, কি অদ্ভুত!

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৯:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আহত হয়ে নিজেই চিকিৎসার জন্য ফার্মেসিতে গিয়ে ডেস্কের উপর বসে পড়ে এক হনুমান।
তার এক হাতে অনেক বড় আঘাতের চিহ্ন দেখা যায়। ক্ষত জায়গা থেকে রক্ত বের হতে থাকে। এমন অবস্থায় হনুমানটি নিজে থেকেই এসে হাজির হয় ফার্মেসিতে। মনে হয় যদি কথা বলতে পারতো তাহলে নিজেই বলতে চিকিৎসার কথা।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের এক ফার্মেসিতে। হনুমানটি এসে বসার পর ফার্মেসিতে থাকা একজন তার সুচিকিৎসা করে। প্রথমে এন্টিসেপটিক দিয়ে ক্ষতস্থানটি পরিস্কার করে। পরে ব্যন্ডেজ করে দেয়। এই পুরো চিকিৎসার মধ্যে হনুমানটি মানুষের মতোই চুপ করে বসে সেবা নিচ্ছিল, কোনো ধরণের দুষ্টুমি করেনি।
সে জানতো না এখানে কি কি চিকিৎসা হয়। তবে শুধু জানতো যে এখানে এলে তার হাতের যখম ঠিক হয়ে যাবে। কোনো সাধারণ দোকানে না ঢুকে ফার্মেসিতে আসল হনুমানটি। প্রশ্ন হল সে কিভাবে বুঝলো যে এখানে তার চিকিৎসা হবে? বিষয়টি আসলেই অদ্ভুত!
প্রতিদিনের মতো কর্মব্যস্ত দিন কাটাচ্ছিলেন ফার্মেসি কর্মীরা। হঠাৎ করেই ঢুকে পরে এক পূর্ণ বয়স্ক হনুমান। সবাই তাকে ক্ষুধার্ত ভেবে কলা আর পাউরুটি দেয়। কিন্তু সে তা খায় না। এমনকি একবার তাকিয়েও দেখেনি। সে শুধু নিজের ডান হাতের ক্ষতস্থানটি দেখিয়ে যেতে থাকে। সরে যেতে বললেও হনুমানটি সরে না। এমনটাই জানালো ফার্মেসির একজন।
তিনি জানান, পুরোপুরি চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত হনুমানটি টেবিলেই বসে থাকে। খেয়াল করতে থাকে চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা। ড্রেসিং ও ব্যান্ডেজ করার পর সে নিজে থেকেই আস্তে করে এক পা দু'পা দিয়ে টেবিল থেকে নেমে চলে যায়।
এটি প্রানীকূলের বুদ্ধিমত্তার এক অনন্য দৃষ্টান্ত। একটি প্রানীর নিজে থেকে চিকিৎসা নিতে আসার ঘটনা আসলেই কখনও শোনা গেছে কিনা তা অনুসন্ধান ছাড়া বের করা কঠিন।
১২১ বার পড়া হয়েছে