সর্বশেষ

জাতীয়

এখন কি কাজে ব্যবহার হচ্ছে হারুনের সেই ‘ভাতের হোটেল’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সম্প্রতি ডিবি কার্যালয়ে বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও ধারণ করে ব্যাপক আলোচনায় এসেছিলেন।

তাঁর এ কর্মকাণ্ডকে অনেকে মজা করে ‘হারুনের ভাতের হোটেল’ নামে অভিহিত করেন, যা হারুন নিজে উপভোগ করতেন। একাধিক সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গটি তুলে ধরেছিলেন।

অবশ্য, ছাত্র-জনতার আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন অর রশীদ এখন পলাতক। বর্তমানে ডিবি প্রধানের দায়িত্ব পালন করছেন রেজাউল করিম মল্লিক। তিনি এবং অন্যান্য ডিবি কর্মকর্তারা ‘হারুনের ভাতের হোটেল’ নিয়ে কথা বলতে অস্বস্তিবোধ করেন। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি কার্যালয়ে ‘ভাতের হোটেল’ আর ফিরে আসবে না, কারণ হারুনের কর্মকাণ্ডের ফলে ডিবির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছিল। মানুষ এ নিয়ে হাস্যরস করেছে, এবং হারুনের কর্মকাণ্ডের ফলে ডিবি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বদলে হাস্যকর স্রোতে পরিণত হয়েছিল। হারুন বানানো সেই কক্ষ বর্তমানে দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে।

হারুন অর রশীদ ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন ২০২২ সালের জুলাই মাসে। পরের বছর, ২০২৩ সালের ২৯ জুলাই, আন্দোলনের সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হলে, হারুন নিজেই তাঁকে খাবার পরিবেশন করেন এবং সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এর ফলে ‘হারুনের ভাতের হোটেল’ নামে পরিচিতি পাওয়া যায়।

এরপরে, ডিবি কার্যালয়ে আসা অন্যান্য ব্যক্তিদেরও আপ্যায়ন করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন হারুন। বিচারকদের সামনে যেহেতু বিষয়টি প্রসঙ্গে এসেছে, তাই আদালতও মন্তব্য করেছে, 'জাতিকে নিয়ে মশকরা কইরেন না।'

এখন ‘হারুনের ভাতের হোটেল’ নামের সেই কক্ষটি ডিবি কার্যালয়ের পুরোনো ভবনের দোতলায় অবস্থিত। সেখানে ছোট সভা কিংবা আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যবহার করা হয়।

ডিবির বর্তমান প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, ডিবির ক্ষুণ্ন হওয়া ভাবমূর্তি পেশাদারিত্বের মাধ্যমে ফেরত আসছে। এখনকার ডিবি সাধারণ মানুষের আস্থা এবং ভরসার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন