বান্দরবানে কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ২:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের মাজেরপাড়ায় সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কেরানীহাট-বান্দরবান রাস্তার মাঝেরপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়।
রাশেদুল একজন চাউলের ব্যবসায়ী মো. ওসমানের ছেলে। দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শী মো. নাছির জানান, নিহত যুবক কেরানীহাট থেকে বান্দরবান ফেরার পথে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষের শিকার হন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জম্মের সময় ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্য আইনগত কার্যক্রম চলছে।
১২৫ বার পড়া হয়েছে