সর্বশেষ

সারাদেশ

পাবনায় সাংবাদিক মারধরের অভিযোগ জিয়া সাইবার ফোর্সের সভাপতির বিরুদ্ধে

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়ায় একটি মারধরের ঘটনায় অভিযুক্ত হয়েছেন বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও তার ভাড়াটে ক্যাডার বাহিনী।

ভুক্তভোগী সাংবাদিক গোলাম রাব্বি এবং তার বাবাকে এ হামলার শিকার হতে হয়েছে। রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক গোলাম রাব্বি, যিনি জাতীয় দৈনিক খবরপত্রের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, অভিযোগ করেছেন যে হামলার পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন।

হামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত রানা আহমেদ দুলু, যিনি ভাঙ্গুড়া উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এবং সদর ইউনিয়ন ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি এবং তার সহযোগীরা গোলাম রাব্বিকে একটি সংবাদ প্রকাশ না করতে চাপ দেন। সাংবাদিক রাজি না হলে তারা গালিগালাজ শুরু করেন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এসে রাব্বিকে উদ্ধার করেন।

এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রানা আহমেদ দুলু ১৫/২০ জন ভাড়াটে ক্যাডার নিয়ে সাংবাদিক রাব্বির বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেন এবং আবারো তাদের মারধর করে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গোলাম রাব্বি ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৪৮৩, তারিখ: ০৯/০৩/২০২৫) দায়ের করেছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, 'সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল মহল বিক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

মারপিটের বিষয়ে জানতে রানা আহমেদ দুলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট কিছু বলতে পারেননি। তবে, পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মো. রুবেল শেখ বলেন, 'যদি সংগঠনের কোন সদস্য সাংবাদিককে মারধর করে থাকে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন