সারাদেশ
"অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার তিন অদম্য নারীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
"অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপান্তরের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা পৌরসভা হলরুমে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিরা।
আলোচনা সভার শেষে সাতক্ষীরা পৌরসভার নাহিদাল আরজিন শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে, তালা উপজেলা থেকে স্বর্ণলতা পাল জয়িতা এবং পৌরসভার পিংকা বিশ্বাস অর্থনৈতিক সফলতায় তিন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
১১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর