সর্বশেষ

অর্থনীতি

ঈদ উপলক্ষে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট মিলবে না

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১২:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
এবারের ঈদে ব্যাংকের শাখা থেকে নতুন নোট পাওয়ার আশা নেই। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানা যায়, নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় আপত্তি উঠেছে।

যার ফলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে।


তবে, বর্তমানে বাজারে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিসহ নোটগুলোর ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক নতুন নকশার নোট বাজারে আনার চেষ্টা করছে, যা আগামী মাসের মধ্যে আসবে।

বিভিন্ন ব্যাংকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন ফটোর নোট বিনিময় না করার জন্য সুপারিশ করা হয়েছে। ব্যাংকের শাখায় গচ্ছিত নতুন নোটগুলো বিনিময় না করে সংরক্ষণ করতে বলা হয়েছে। চিঠিতে অন্যান্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার নতুন নোট পাবেন না বলে জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট ১৯ মার্চ থেকে বিতরণ হবে। ৫, ২০ এবং ৫০ টাকার নতুন নোট বিতরণের পরিকল্পনা ছিল, যা ২৫ মার্চের মধ্যে জনসাধারণ ও গ্রাহকদের কাছে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নতুন নোট বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না, তবে বাজারে চলমান নোটগুলোর প্রচলন অব্যাহত থাকবে।

এছাড়া, নতুন নকশার নোট এপ্রিল-মে মাসের মধ্যে বাজারে আসবে, যেটিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হবে এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি ও বিভিন্ন স্থাপনা নতুন নোটের নকশায় স্থান পাবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন