এনআইডিতে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন অনুবিভাগের মহাপরিচালক এ এম এম হুমায়ূন কবীর।
তিনি জানান, বিভিন্ন ব্যক্তির কাছে থেকে সংশোধনের জন্য বহু আবেদন এসেছে। এসব আবেদনে দেখা যাচ্ছে, অনেকেই নিজেদের ডাকনাম উল্লেখ করছেন, কিন্তু তা নিবন্ধনে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না। তাই এর সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।
হুমায়ূন কবীর বলেন, গতকাল (৯ মার্চ) অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হয়েছে যে, বাংলাদেশে অনেক মানুষের ডাকনাম আলাদাভাবে ব্যবহৃত হয় এবং অফিসিয়াল নামের চেয়ে ভিন্ন হয়ে থাকে। সে ক্ষেত্রে যদি ২ নম্বর ফরমে ডাকনাম অন্তর্ভুক্ত করা হয়, তাহলে অনেক লোককে সঠিকভাবে শনাক্ত করা সহজ হবে।
তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে দ্বিতীয় স্ত্রীরা তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু করা সম্ভব নয়। তবে, ২ নম্বর ফরমে যদি একাধিক স্ত্রীর নাম সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে ভবিষ্যতে এই সমস্যা কমে যাবে।
হুমায়ূন কবীর উল্লেখ করেন, নির্বাচন কমিশন অথবা সরকারের উর্ধ্বতন মহল এই প্রস্তাবটি অনুমোদন করলে বিষয়টি কার্যকর করা হবে।
১২৪ বার পড়া হয়েছে