মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকা অবস্থিত আগারগাঁওয়ের শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, তাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় ৪৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৫ লাখ টাকার সম্পত্তির ক্ষতির তথ্য পাওয়া গেছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের খবর আসে। এর ২০ মিনিট পর মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকালের ৯টা ৩৬ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৯টা ৪৬ মিনিটের মধ্যে পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়।
জাদুঘরের ৪ তলাবিশিষ্ট ভবনের নিচ তলায় অবস্থিত জেনারেটর রুমে আগুনের সূত্রপাত ঘটে, যা বৈদ্যুতিক গোলযোগের ফলস্বরূপ। এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার সম্পত্তি উদ্ধার করা হলেও ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।
১২১ বার পড়া হয়েছে