সর্বশেষ

জাতীয়

দাবি মেনে নেয়ার শর্তে অবরোধের ৭ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকেরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধের ৭ ঘণ্টা পর দাবি মেনে নেয়ার শর্তে অবরোধ তুলে নেয় কারখানার শ্রমিকরা।

পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদের জানাতে আজ সোমবার সকাল ৭টার দিকে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং এর প্রভাব রাজধানীর অন্যান্য এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। অনেকেই যানজটে আটকা পড়ে হাঁটতে বাধ্য হন।


বনানী থানার পুলিশ জানায়, আজ সকাল ৬টা ৪১ মিনিটের দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনার আক্তার নামের ওই নারী পোশাকশ্রমিকের মৃত্যু ঘটে। তার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন এবং কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে মহাখালীর আমতলী পর্যন্ত সড়কে অবস্থান নেন। এতে দুইপাশের সড়কে গাড়ির ঢল দেখা দেয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য হল, শ্রমিকদের অবরোধের কারণে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে নিজেদের গন্তব্যের দিকে রওনা হচ্ছিলেন।

প্রায় ৭ ঘণ্টা পর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। পরে যান বন্ধ হওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, পিকআপটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটি আটক করা হয়, তবে চালক পালিয়ে গেছে। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

সড়ক অবরোধের সময় দেখা যায়, দীর্ঘ সময় যাবৎ যানবাহন একই স্থানে আটকে ছিল, ফলে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে খুবই সমস্যায় পড়েন। অনেকেই বিকল্প উপায় না পেয়ে হেঁটেই যাত্রা শুরু করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানিয়েছেন, শ্রমিকরা তিনটি দাবি করেছেন, যার মধ্যে পিকআপ এবং চালককে আটক, ক্ষতিপূরণ এবং নিরাপদে রাস্তা পারাপারের নিশ্চয়তা রয়েছে। পিকআপ ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করতে চেষ্টা চলছে। অন্যদিকে, ক্ষতিপূরণ ও নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিত করতে যোগ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিকদের দাবির প্রতি আশ্বাস প্রদান করার পর তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন