সর্বশেষ

সারাদেশ

মুচলেকার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাবেক এমপির বাড়ি দখল করা নারী ‘সমন্বয়ক’

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তথাকথিত ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ধারী মারইয়াম মুকাদ্দাস মিস্টি, যিনি সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ৬ তলাবিশিষ্ট ভবনটি অবৈধভাবে দখল করে সেখানে ১৭ জন মানসিক ভারসাম্যহীন রোগীকে আবাসনের চেষ্টা করেছিলেন, তিনি মুচলেকার মাধ্যমে মুক্তি পেয়েছেন।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে দখলকৃত ভবনটি পুনরুদ্ধার করা হয়। মারইয়াম মুকাদ্দাস মিস্টি শনিবার রাতে মুচলেকা দেন।

মুচলেকায় মারইয়াম উল্লেখ করেন, তিনি অন্যের ব্যক্তিগত সম্পত্তিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আবাসনের চেষ্টা করে অপরাধ করেছেন এবং তার কর্মকাণ্ডের কারণে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে জানান যে, ভবিষ্যতে তিনি আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না।

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, এই মহিলার কর্মকাণ্ডের জন্য তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবনটি অবৈধভাবে দখলমুক্ত করে মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয়েছে। তাদেরকে সরকারের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মারইয়াম মুকাদ্দাস মিস্টি টাঙ্গাইল জেলা ছাত্র প্রতিনিধি পরিচয়ে ৮ মার্চ সকালে সাবেক এমপির বাড়ির তালা ভেঙে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন। এই ঘটনা নিয়ে এলাকায় মুখরচড় শুরু হলে প্রশাসন সক্রিয় হয় এবং রাত ১০টার দিকে অভিযানের মাধ্যমে ঘটনাস্থল দখলমুক্ত করে।

জেলা ছাত্র প্রতিনিধিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ করে মিষ্টির কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিয়েছেন এবং তারা অবৈধ দখলে জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। স্থানীয় জনগণও এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে ঐক্যবদ্ধ হওয়ার সংকল্প প্রকাশ করেছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন