বনানীতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

সোমবার, ১০ মার্চ, ২০২৫ ৬:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন, যিনি মিনারা আক্তার নামে পরিচিত।
ঘটনার পর আরও এক নারী পোশাক শ্রমিক, সুমাইয়া আক্তার, আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় দুই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে দেন, ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে, ঠিক ছয়টার দিকে, এই দুর্ঘটনা ঘটে। অবরোধের কারণে সকালের দিকে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, বিশেষ করে বনানী, মহাখালী ও গুলশান এলাকায়।
সকালে সাড়ে আটটা নাগাদ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েরও তীব্র যানজট দেখা যায়। যদিও কিছু সময়ের জন্যড যেতে চেষ্টায় যানজট কিছুটা কমলেও ফের এক্সপ্রেসওয়ের উপর গাড়ির চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, পোশাকশ্রমিকরা সেখানে গাড়িগুলোকে যেতে দিচ্ছে না।
এক বেসরকারি চাকরিজীবী, গোলাম ওয়াদুদ, বলেন যে তিনি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে কারওয়ান বাজারে যেতে যাচ্ছিলেন। কিন্তু সকাল পৌনে আটটার দিকে যানজটে আটকা পড়ে এক ঘণ্টার বেশি হাঁটতে হয়েছে তাঁর কর্মস্থলে পৌঁছাতে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানিয়েছেন যে শ্রমিকটি রাস্তা পারাপারের সময়ই দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনার পর থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।
১২৬ বার পড়া হয়েছে