সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল বাজেয়াপ্ত করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর সীমান্ত এলাকায় এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের পৃথক দুটি বিশেষ আভিযানিক দল ফলমোড় ও লক্ষীদাড়ি এলাকার কাছে ৮৯ হাজার ২০০ টাকা মূল্যের একটি ভারতীয় মোবাইল ফোন এবং প্রসাধনী সামগ্রী জব্দ করে। অপরদিকে, কালিয়ানী বিওপির বিশেষ দল কালিয়ানী মাঠে ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।
এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাদিয়ালী দখলের মোড়ে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেন, এবং মাদরা বিওপির বিশেষ দল চান্দা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। সুলতানপুর বিওপির দল তালশাড়ি এলাকায় ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
মোট জব্দকৃত মালামালের মূল্য ৫ লাখ ১৪ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়, যার ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। জব্দকৃত ভারতীয় মালামাল এখন সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
১১৬ বার পড়া হয়েছে