চ্যাম্পিয়ন্স ট্রফি: চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ২৫২ রান

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের অর্ধেক সময় পেরিয়ে গেছে।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে, যার মানে ভারতকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ৫০ ওভারে ২৫২ রান করতে হবে।
আজ রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডের ওপেনাররা শুরুতে ভালো পারফরম্যান্স দেখান। উদ্বোধনী জুটিতে উইল ইয়াং ও রাবিন রাবিন্দ্রা মিলে ৫৭ রান সংগ্রহ করেন। তবে ইয়াং মাত্র ১৫ রান করে ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীর বলে সাজঘরে ফেরার পর দ্রুতগতিতে রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসনের উইকেটও হারায় নিউজিল্যান্ড। ফলে ৭৫ রানের মাথায় ৩ উইকেট তুলে দিয়ে তারা বিপদে পড়ে যায়।
রাবিন্দ্রা ২৯ বলে ৩৭ রান এবং উইলিয়ামসন ১৪ বলে ১১ রান করে ফিরে যান, উভয়ই কুলদীপ যাদবের শিকার হন। এরপর টম লাথাম ও ড্যারিল মিচেল চতুর্থ উইকেটে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করেন। ধীরে ধীরে তারা ৬৬ বলে ৩৩ রান যোগ করেন, কিন্তু লাথাম এলবিডব্লিউ হয়ে ৩০ বলে ১৪ রানে ফিরে গেলে এ জুটি ভেঙে যায়।
পঞ্চম উইকেট জুটি হিসাবে গ্লেন ফিলিপসের সঙ্গে ৫৭ রান যোগ করে মিচেল মাঠে অবস্থান করেন। কিন্তু ফিলিপসকে (৫২ বলে ৩৪) আউট করে এ অংশীদারিত্ব ভাঙেন বরুণ। ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রাসওয়েলের সঙ্গে ৪৬ রানের নির্বাচন সম্পন্ন করেন মিচেল। অবশেষে ১০১ বল খেলে ৬৩ রান করে মোহাম্মদ শামির কাছে ক্যাচ দিয়ে ফিরে যান মিচেল।
শেষদিকে নিউজিল্যান্ডের স্কোরে কিছুটা রান জমা করতে সহায়তা করেন ব্রাসওয়েল। তিনি ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ৩টি চার ও ২টি ছক্কা রয়েছে।
ভারতের পক্ষে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দুইটি করে উইকেট পান, আর রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি প্রতিটি একটি করে উইকেট নেন।
১১২ বার পড়া হয়েছে