সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

মো. আরিফ, বান্দরবান 
মো. আরিফ, বান্দরবান 

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

পাশাপাশি প্রতিটি আসামির ওপর ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং যদি জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে তাঁদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮), এবং মো. হানিফ (২৪)। তাঁরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, মো. রাশেদের সঙ্গে একটি রং নম্বরের মাধ্যমে পরিচয়ের পর কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ মোবাইল ফোনে ওই কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। পরেরদিন কিশোরী রাশেদের বন্ধু ওমর ফারুকের সাথে পদুয়া পৌঁছালে, তাঁদের কাজিবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান এবং সেখানে পালাক্রমে ধর্ষণ করেন।

স্থানীয়দের কাছে কিশোরীর হৃদয়বিদারক আর্তনাদ শুনে তাঁরা ঘটনাস্থলে এসে কিশোরীকে উদ্ধার করেন এবং ধর্ষক মো. রাশেদ, মো. কায়ছার, ও ওমর ফারুককে আটক করে থানায় রিপোর্ট করেন। পরে কিশোরী বাদী হয়ে বান্দরবান থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। আদালতের রায়ে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামীদের বিরুদ্ধে এ দণ্ড কার্যকর করা হয়। তবে কায়ছার ছাড়া অন্য তিনজন পলাতক।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন