সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে কৃষকদলের কমিটি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি প্রতিবাদ সভা

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি গঠনের সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

এই অভিযোগের ভিত্তিতে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা এবং মানববন্ধন করা হয়েছে।

বিলচলন ইউনিয়ন কৃষকদলের সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এর মধ্যে একটি পক্ষ এই নতুন কমিটিকে আওয়ামী লীগ সমর্থিত ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি তুলেছে। এমনকি, পদ থেকে ১০ জন নেতা পদত্যাগও করেছেন।

অপরপক্ষ নিজেদের সমর্থনে প্রতিবাদ সভা আয়োজন করেছে। সমস্যাটি মোকাবেলায় কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০৯ মার্চ) সকালে চাটমোহরের নতুনবাজার খেয়াঘাট ব্রিজ এলাকায় কৃষকদলের পদবঞ্চিত কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং মানববন্ধন করেন। তারা নব ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিহিত করে তা বাতিলের আহ্বান জানান। তাদের দাবি, এই ধরনের কমিটি গঠনের ফলে ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছেন।

এ সময় বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিলচলন ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নব ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নজরুল ইসলাম, সহ-সভাপতি বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, এবং প্রচার সম্পাদক আলহাজ হোসেন অন্তর্ভুক্ত হয়েছেন। তবে বিলচলন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফছার আলী ও যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতাদের অভিযোগ, কমিটির নেতা গত আওয়ামী লীগ সরকারের সময় গভীরভাবে সক্রিয় ছিলেন এবং বিগত এক যুগে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।

এই ঘটনার প্রতিবাদে ১০ জন নেতার পদত্যাগের পর তারা নতুন করে ত্যাগী কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন। রোববার (০৯ মার্চ) অপরপক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সভা এবং মানববন্ধন করেছে।

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আজাদুল ইসলাম বলেন, 'অভিযোগটি সত্য নয়। যারা কমিটিতে নির্বাচিত হতে পারেননি, তারাই হয়তো এ ধরণের অভিযোগ তুলছেন।'

রাজনৈতিক বিশ্লেষকরা এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কমিটি বাতিল করে নতুন, পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন