সর্বশেষ

সারাদেশ

‘আ.লীগ করতাম- প্রমাণ করতে পারলে কৃষকদল থেকে পদত্যাগ করবো’

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত একটি প্রতিবাদ সভায় বলেছেন, "আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, আমি আওয়ামী লীগের কাছ থেকে টাকার বিনিময়ে সমর্থন লাভ করছি এবং এতে কিছু নেতাকর্মী আমার বিরুদ্ধে কথা বলছেন।

যদি আমি আওয়ামী লীগের সদস্য হতাম কিংবা তাদের সাথে আঁতাত করতাম, তাহলে নিশ্চয়ই আমাকে নিয়ে এমন মিথ্যা সমালোচনা করা হতো না। আমার বিরুদ্ধে যদি কেউ প্রমাণ দিতে পারেন যে আমি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম, তাহলে আমি কৃষকদল থেকে পদত্যাগ করবো।"

শনিবার (০৮ মার্চ) দুপুরে চাটমোহরের কুমারগাড়া গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে 'আ.লীগ কর্মী থেকে কৃষকদল নেতা, প্রতিবাদে ১০ জনের পদত্যাগ' শিরোনামে খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয়, বিলচলন ইউনিয়নের সদ্য গঠিত কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আওয়ামী লীগের অতীত কর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, নজরুল ইসলামসহ নতুন কমিটির অন্যান্য সদস্যরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সক্রিয়ভাবে কাজ করেছেন এবং তারা বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তাদের বিরুদ্ধে অভিযোগটি উঠে আসার পর ১০ জন নেতা নব ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করে এবং নতুন সদস্যদের নিয়ে কমিটি gহত করার দাবি জানান।

এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, "আমি কৃষকদলের জন্য কাজ করতে এবং সংগঠনকে এগিয়ে নিতে ২ নম্বর ওয়ার্ডে কৃষক সমাবেশ আয়োজনের চেষ্টা করেছি, কিন্তু স্থানীয় আওয়ামী লীগের কিছু ব্যক্তি আমাকে বাধা প্রদান করে। তাদের ষড়যন্ত্র আমাকে কৃষকদলের কার্যক্রম থেকে দূরে রাখতে চাচ্ছে।"

নজরুল ইসলামের কথা অনুযায়ী, তিনি কখনো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেননি বরং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি বলেন, "আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের বাসায় আতিথ্য গ্রহণ করতে যাইনি, যা হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি কারণ।"

এ সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ কৃষকদলের অন্যান্য সদস্যরা।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন