ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে স্ত্রীর সামনে প্রকাশ্যে হত্যা করার ঘটনায় জড়িত ১ নম্বর আসামি শওকত এবং ৯ নম্বর আসামি মুনসুরকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
এ পর্যন্ত বাবুল হত্যা মামলায় ধামরাই থানা পুলিশ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (০৮ মার্চ) মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদের ধরা হয়।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াইয়ের সময় পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ বাবুলকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, যা ঘটেছিল তার স্ত্রীর সামনে। এ ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে ধামরাই থানায় হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামিদের আজ (রবিবার ৯ মার্চ) ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
২১৪ বার পড়া হয়েছে