সর্বশেষ

আইন-আদালত

মাগুরার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে, এ ঘটনায় আইন আদালত সমাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সমস্ত ছবি অপসারণের নির্দেশ দিয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) শিশুটির ছবি সরিয়ে ফেলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে দুপুর ১২ টা ১৫ মিনিটের মধ্যে তথ্য প্রদান করতে বলেছেন আদালত।

এই আদেশ রোববার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ দেন। গতকাল আদালতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার পর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এজন্য এ বিষয়ে একান্তভাবে আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালত মাগুরার শিশুটির ছবি ইউটিউব, ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য বিটিআরসিকে নির্দেশ দেয়। আদালত এছাড়া এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পরামর্শ দিয়েছে এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলেছে।

এদিকে, বলা হয়েছিল যে শিশুটিকে ঢাকার মেডিকেল হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে যেখানে তার চিকিৎসা চলছে। শিশুটির মা একটি মামলা করেছেন, যেখানে অভিযোগ দায়ের করা হয়েছে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাশুরের বিরুদ্ধে। এই সকল আসামীদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, মেয়ের স্বামীর সহায়তায় শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেছেন এবং শাশুড়ি ও ভাশুর ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা করেছেন।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন