সর্বশেষ

সারাদেশ

চাটমোহরে বিএনপি নেতার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহরে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এক বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ঘটনাটি গত শুক্রবার (০৭ মার্চ) বিকেল চারটার দিকে ঘটে। অভিযোগে বলা হয়েছে, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হক মামুনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন কার্যকরী সদস্য এই হামলা করেছেন।

ভুক্তভোগী বিএনপি নেতা সাইফুল ইসলাম, যিনি ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জানান যে তিনি বাড়িতে উপস্থিত না থাকার সুযোগে মহিলা-মাহবুবদের উপর ভয়াবহ দোষারোপ করা হয়েছে। মামুন ও তার সঙ্গীরা বাড়ির প্রধান ফটক ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে টিনের ঘর ও রান্নাঘর ভাঙচুর করে এবং বসতঘরের জানালায় আগুন ধরিয়ে দেয়। হামলার পর মহিলারা ওই আগুন নেভাতে বাধ্য হন।

সাইফুল ইসলাম আরও জানান, পাবখালী মিনহাজ মোড় জামে মসজিদের বরাদ্দকৃত ২ মেট্রিকটন চাউল নিয়ে একটি বিরোধ চলছিল। মসজিদ কমিটির দুই পক্ষের মাঝে এই সমস্যার সৃষ্টি হয়েছিল। তিনি মামলা করে এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং তিনি হামলাকারীর শাস্তি দাবি করেন।

ফৈলজানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুল ইসলাম জানিয়েছেন, মামুন তার চাচা সাইফুল ইসলামের রাজনৈতিক শক্তি কমাতে নানাভাবে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, মামুন রাজনৈতিকভাবে উঁচুতে উঠতে চাচ্ছেন এবং এই জন্য তিনি এমন কাজ করছেন।


এ বিষয়ে অভিযুক্ত একরামুল হক মামুন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রযোজনা করেছেন এবং দাবি করেছেন যে হামলা করেছে সাইফুল ইসলামের লোকজন। তিনি জানিয়েছেন, মিনহাজ মোড় জামে মসজিদের চাউল চুরির ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী সাইফুল ইসলামের বাড়িতে হামলা চালায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ প্রাপ্তির পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন