জাতীয়
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার সদস্য (স্টেট ও ভূমি) প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

স্টাফ রিপোর্টার
শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার সদস্য (স্টেট ও ভূমি) প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
শনিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৫৩ সালের দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের ধারা ৪(২) অনুযায়ী, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এই পদে নিয়োগ পেয়েছেন অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল (অব.) মো. সিদ্দিকুর রহমান সরকার।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর