গাইবান্ধায় এক প্রকৌশলীর ঘুষ চাওয়ার অডিও ভাইরাল, অভিযোগ দায়ের

শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা পৌরসভার একজন প্রকৌশলীর ঘুষ চাওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় ওই প্রকৌশলীর বিরুদ্ধে এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী, এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত প্রকৌশলীর নাম শফিউল ইসলাম, যিনি গাইবান্ধা পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত আছেন। গত বৃহস্পতিবার রাতে তার ঘুষ চাওয়ার অডিও ফেসবুকে প্রকাশিত হয়। অডিওটি ১০ মিনিট ১৬ সেকেন্ডের, যেখানে তিনি একটি প্রকল্পের কাজের জন্য ৬ শতাংশ ঘুষ দাবি করছেন। ঘুষের পরিমাণ কমানোর অনুরোধ করলে তিনি স্পষ্ট জানান, এক টাকাও কম দেওয়া যাবে না; টাকা কম দিলে বিল পাশ হবে না।
১৫ জানুয়ারি ফিরোজ কবির নামক এক ঠিকাদার এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন, যেখানে তিনি একটি পেনড্রাইভে ওই অডিওর ফাইলও প্রদান করেন। এই অভিযোগের অনুলিপি গাইবান্ধা জেলা প্রশাসককেও পাঠানো হয়।
অভিযোগের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন সরেজমিন তদন্ত করেন। তবে প্রায় এক মাস পেরিয়ে গেলেও প্রতিবেদনের কোনো অগ্রগতির খবর নেই। প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, "তদন্ত চলমান রয়েছে, তাই এখনই কিছু বলা যাবে না।"
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চাকরি করা শফিউল ইসলাম প্রায় ১৩ বছর ধরে গাইবান্ধা পৌরসভায় কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে অনিয়মের সাথে জড়িত থাকলেও কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হননি। বিশেষ করে প্রকল্পের বরাদ্দ টাকার ৬ শতাংশ ঘুষ ছাড়া ফাইল ছাড় করা সম্ভব নয় বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনকারী জানান, শফিউল ইসলাম নকশা অনুমোদনে চার থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিতেন। টাকা না দিলে বিভিন্নভাবে হয়রানি করতেন সেবাগ্রহীকে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দিতে বাধ্য হন ঠিকাদাররা। অভিযুক্ত প্রকৌশলীর দাবি, তদন্ত চলমান থাকায় তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না।
১৬২ বার পড়া হয়েছে